ছাগলনাইয়ায় অপহৃত স্কুলছাত্রী দেড় মাস পর চট্টগ্রামে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:০০ এএম, ০৬ জুলাই ২০২৪

ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুর স্কুলে যাওয়ার পথে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পিবিআই।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও নারী পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চট্টগ্রাম কর্ণফুলী থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তার জবানবন্দি নেওয়ার জন্য শুক্রবার (৫ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গত ১৮ মে ওই স্কুলছাত্রী ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুরে স্কুলে যাওয়ার পথে অপহৃত হন। এ ব্যাপারে মেয়েটির মা রোকসানা আক্তার বাদী হয়ে ১১ জুন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।

মামলাটি ফেনী পিবিআই তদন্তের নির্দেশনা পেয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. জিয়াউলের নেতৃত্বে একটি চৌকস দল হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী অপহৃত স্কুলছাত্রী উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।