খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আয়না মারমা (১২) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ির দুর্গম গোলক্যা পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত আয়না মারমা মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে গোলক্যা পাড়া গ্রামের বাসিন্দা মংহলাচাই মারমার মেয়ে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আয়না মারমা স্কুলে যাওয়ার পথে নির্জন জায়গায় একই গ্রামের বাসিন্দা রাপ্রুচাই মারমার ছেলে মংরে মারমা (২০) তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বলে জানান স্থানীয় সাংবাদিক মিল্টন চাকমা।

আয়না মারমার মা ও বাবা বাজারে যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে চমেক হাসপাতালে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, ছাত্রীর বাবা মংহলাচাই মারমার বাবা দুপুরে মামলা করার পর বিকেল সোয়া ৩টার দিকে মংরে মারমাকে গ্রেফতার করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।