কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে চরমপন্থী কমান্ডার নিহত


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৭ এপ্রিল ২০১৬

কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম নামে এক চরমপন্থী কমান্ডার নিহত হয়েছেন। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং মন্ডল ফিলিং স্টেশন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের মন্ডল ফিলিং স্টেশনের কাছে ৭/৮ জনের একদল ডাকাত গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয় আমিরুল। আহত হন ডিবি পুলিশের ৪ সদস্য। পরে তাদের আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহত আমিরুল চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণসহ ৭টি মামলা রয়েছে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার সোনাইডাঙ্গা গ্রামের জবের মিস্ত্রির ছেলে।

আল-মামুন সাগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।