রাঙ্গামাটিতে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের পথসভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ জুলাই ২০২৪

বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পাচার, ধরা, মারা, বিক্রি ও বিপণন প্রতিরোধে বন বিভাগ রাঙ্গামাটি অঞ্চলের আয়োজনে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) শহরের বনরুপায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি বন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বনরুপা বাজার এলাকা প্রদক্ষিণ করে বন সংরক্ষক রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ে এসে শেষ হয়।

রাঙ্গামাটিতে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের পথসভা

এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী গঙ্গাপ্রসাদ চাকমা, আবু বক্কর সিদ্দিক, শ্যামল কুমার মিত্র, মো. মাসুম, রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ, কামরুল ইসলাম, সিরাজ, এহিয়া হোসেন, খন্দকার মাহমুদুল হক মুরাদ প্রমুখ।

সভায় বক্তারা বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।