ফেনীতে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৭ এপ্রিল ২০১৬

ফেনীতে ৫ কোটি টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বুধবার সকালে জয়লস্কর বিজিবি ক্যাম্পে বিভিন্ন সময়ে চোরাচালান বিরোধী অপারেশনে আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)-৪।

এর আগে মাদকবিরোধী সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এক ধরনের অস্ত্রবিশেষ। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল করতে জোরালোভাবে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক লে. কর্ণেল শামীম ইফতেখারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা জোনের সেক্টর কমান্ডার কর্ণেল আহসানুজ্জামান, ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক ও মেজর মো. কাজী ওবায়েদুর রেজা। এসময় ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা ও সামরিক বেসামরিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

জহিরুল হক মিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।