পাহাড়ে বসবাসরত বাঙালিদের কোটার অন্তর্ভুক্ত করার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৪ জুলাই ২০২৪

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সংবিধানের আলোকে কোটা সুবিধার অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা।

এ সময় উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. হাবীব আজম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামসহ জেলা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মোট জনস্যংখার ৫১ শতাংশ বাঙালি হলেও শিক্ষার হার মাত্র ২৩ শতাংশ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। পাহাড়ে বসবাসরত বাঙালিরা পিছিয়ে থাকলে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। তাই পাহাড়ে বসবাসরত জনসংখ্যা অনুপাতে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রদত্ত কোটাকে পুনঃবন্টনের জোর দাবি।

সাইফুল উদ্দীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।