নোয়াখালী

প্রধানমন্ত্রীর পক্ষে ৬৫০ অসহায়কে সহায়তা দিলেন পৌর মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৪ জুলাই ২০২৪
অসহায় মানুষের হাতে সহায়তা তুলে দিচ্ছেন পৌর মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৬০০ জন নিম্নআয় ও ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে নগদ টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছে নোয়াখালী পৌরসভা।

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল এসব সহায়তা প্রদান করেন।

চলমান কারফিউতে পৌর কর্তৃপক্ষের এমন সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো।

মো. রহিম নামে এক রিকশাচালক জাগো নিউজকে বলেন, গত এক সপ্তাহ রাস্তায় লোকজন না থাকায় কোনো রোজগার নাই। ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। আজ চাল এবং নগদ ৩০০ টাকা দিয়েছেন মেয়র। কয়েকদিন বাচ্চাদের নিয়ে ডাল-ভাত খেতে পারবো।

তৃতীয় লিঙ্গের সদস্য কলি (২৮) জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেয়র শহিদুল্লাহ খান সোহেল সাহেব আমাদের ৫০ জনকে সহায়তা দিয়েছেন। আমরা উনার কাছে কৃতজ্ঞ।

মেয়র শহীদুল্লাহ খান সোহেল বলেন, চলমান সহিংসতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো জনগণের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ নষ্ট করে তারা নিজেরাই নিজেদের সম্পদ নষ্ট করেছে। এ ধরনের দুর্বৃত্তদের যেখানে দেখবেন আপনাদের আশপাশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এ সময় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পালসহ পৌর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।