নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে সেনাপ্রধান
নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৪ জুলাই) দুপুরে তিনি কারাগার পরিদর্শন করলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
কারাগার সূত্র জানায়, দুপুর ১টা ২০মিনিটে কারাগারে আসেন ওয়াকার-উজ-জামান। সেখানে অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে তিনি বের হয়ে যান। এসময় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার ছিল।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম