গাইবান্ধায় ভাঙচুর-অগ্নিসংযোগ

আওয়ামী লীগ নেতার ছেলেসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ জুলাই ২০২৪
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগ নেতার ছেলেসহ অনন্ত ৭০০ জনকে।

১৯ জুলাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। এ মামলায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিককে আসামি করা হয়।

এছাড়া ১৭ জুলাই ৪৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৪০০ জনের নামে আরও একটি মামলা করে পুলিশ।

এর আগে ১৭ জুলাই জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। শহর প্রদক্ষিণ শেষে ১ নম্বর রেলগেটে অবস্থান নেন তারা। এসময় আন্দোলনকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজিত হয়ে যান তারা।

কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এক পর্যায়ে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করা হয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচনে সদর আসনের মহাজোটের প্রার্থী আব্দুর রশিদ সরকারের ছেলে সিজানকেও মামলার আসামি করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম মামুন বলেন, মামলায় এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, বিএনপির ৮৬ নেতাকর্মী ও সমার্থকে গ্রেফতার করা হয়েছে।

এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।