ঝালকাঠিতে নবজাতকের মরদেহ উদ্ধার
ঝালকাঠি পৌর মিনিপার্কের বাথরুমের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই মিলন বলেন, স্থানীয়দের দেয়া সংবাদে মিনি পার্ক বাথরুমের পাশ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কেউ লোক-লজ্জার ভয়ে এখানে জীবিত অথবা মৃত অবস্থায় শিশুটিকে রাতের যে কোনো সময় ফেলে রেখে গেছে। শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আতিকুর রহমান/এফএ/আরআইপি