নৌপ্রতিমন্ত্রী
সহিংসতায় সরাসরি সম্পৃত্ত বিএনপি-জামায়াত-ইউনূস গংরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই বলেছেন, এই হত্যাকাণ্ড, এই সহিংসতা, এই অগ্নিসংযোগ, এই লুটতরাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা খুব ক্লিয়ার, এটার সঙ্গে সরাসরি সম্পৃত্ত বিএনপি-জামায়াত এবং স্বাধীনতাবিরোধী ইউনূস গংরা। জাতীয়-আন্তর্জাতিকভাবে এই গংরা জড়িত। তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ যে আত্মমর্যাদা নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেটা নামিয়ে নেওয়া।
শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় কোটা সংস্কার আন্দোলনের সময় দিনাজপুরে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় তিনি এসব কথা বলেন।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন ব্যাহত করার জন্য, বাংলাদেশকে একটি অকার্যকর ও একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি-জামায়াত-শিবির ও যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত, তারাই নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে।’
এমদাদুল হক মিলন/এসআর/এমএস