বিএনপি-জামায়াতের বিচার করা হবে: হুইপ ইকবালুর রহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৪৩ এএম, ৩০ জুলাই ২০২৪

বিএনপি-জামায়াতের বিচার করা হবে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা উন্নয়নশীল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান। স্মার্ট বাংলাদেশের সব সুযোগ-সুবিধা দেশের মানুষই পাবে। আর বিএনপি-জামায়াত তাদের আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকে পুঁজি করে দেশের উন্নয়নকে ধ্বংস করার চেষ্টা করছে।

সোমবার দিনাজপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, মেট্রোস্টেশন, পদ্মা সেতু ভবন, বিটিভি ভবন, সাবমেরিন ক্যাবলসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীদের বিচার করা হবে।

এমদাদুল হক মিলন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।