দিনাজপুরে ১০ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ৩১ জুলাই ২০২৪

দিনাজপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের সময় ১০ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও একাধিক শিক্ষার্থী জানায়, দুপুরে অর্ধশতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি শুরু করে। এ সময় সেখান থেকে ১০ শিক্ষার্থীকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। তাদের কোতোয়ালী থানার নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মাহ ইফতেখার আহম্মেদ জানান, তাদের কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। কাউন্সিলিংয়ের জন্য থানায় নেওয়া হয়েছে। পরে অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।