নোয়াখালী জজ আদালত সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নোয়াখালী জেলা শহর মাইজদীতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন কয়েকশ শিক্ষার্থী। পরে ৯ দফা দাবি বাস্তবায়নে শহীদ মিনারে সমাবেশ করেন তারা।
বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জজ আদালতের সামনের সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় আইনজীবী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এর আগে শহরের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, জেলা প্রশাসক কার্যালয়, শিল্পকলা একাডেমি, চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়সহ নোয়াখালী প্রেসক্লাব সড়কে মিছিল শেষে জেলা জজ আদালতের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময় মাথায় লাল কাপড় বাঁধা কিছু শিক্ষার্থীর হাতে লাঠির সঙ্গে জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে।
এসময় ‘তোদের কোটা তোরা নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘নিঃশ্বাস আছে যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, চিকিৎসা সহকারি প্রশিক্ষণ বিদ্যালয়সহ (ম্যাটস) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
নোবিপ্রবির শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘অবিলম্বে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিন। অন্যথায় শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। আমরা দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’
শিক্ষার্থীদের বিক্ষোভের সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় পাশে দাঁড়িয়ে ছিলেন। জজ আদালত ভবন, প্রেসক্লাব, টাউন ক্লাবসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস