পানিতে ডুবে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে সোনালী ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খানের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়াসি গ্রামের বাসিন্দা মৃত মো. আজমত আলী খানের ছেলে। ইব্রাহিম সোনালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখায় ক্যাশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ইব্রাহিম, তার সহকর্মী জাহিদ ও হাফিজুর স্টাফ কোয়ার্টার পুকুরে গোসল করতে যান। এসময় ইব্রাহিম পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা জানতে পেরে পুকুরে খোঁজা-খুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।