লঞ্চ থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৩ আগস্ট ২০২৪

চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ময়ূর-৭ লঞ্চের একটি কেবিন থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) সকালে ওই লঞ্চটি সদরঘাটে পৌঁছানোর পরে নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আনেয়ার হোসেন (২৫) ও রোজিনা আক্তার (২০)

নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ভোটাল গ্রামের হাফেজ মোহাম্মদের ছেলে এবং রোজিনা আক্তারের বাড়ি মাদারীপুর জেলায়। লঞ্চে থাকা লোকজন জানান, তারা প্রেমিক প্রেমিকা ছিল বলে শোনা গেছে।

এমভি ময়ূর-৭ লঞ্চের সুপারভাইজর আবু সাইদ জানান, শুক্রবার সকালে ঢাকার সদরঘাটে পৌঁছার পর সব যাত্রী নামলেও একটি কেবিনের দরজা বন্ধ ছিল। আধাঘন্টা ধরে দরজা ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে কোন সাড়া পাওয়া যায়নি। এরপর নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও জানান, আনোয়ার, রোজিনা আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে লঞ্চের ৩১১ নম্বর কেবিন ভাড়া নিয়েছিলেন।

লঞ্চের চাঁদপুর ঘাটের মালিক প্রতিনিধি আজগর আলী সরকার জানান, সকালেই ঘটনাটি লঞ্চের স্টাফরা আমাকে জানিয়েছে। তাদের পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, লঞ্চ থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এমএসআই/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।