ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যাত্রী-যানবাহনের চাপ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৩ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কমে গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় গিয়ে দেখা গেছে এমন দৃশ্য।

কয়েকজন যাত্রীর অভিযোগ, জরুরি প্রয়োজনে বের হয়ে গাড়ি না পাওয়ায় অটোরিকশাকে বেছে নিয়েছেন তারা। তবে রিকশাচালকরা গাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

সড়কে থাকা কোমল মিনিবাসের এক চালক বলেন, আজ গাড়ির সংখ্যা কম থাকায় বের হয়েছে সে। তবে সড়কে যাত্রী নাই।

কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বললে তারা বলে, কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এখন পর্যন্ত যাত্রীর চাপ কম।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা মহাসড়কে অবস্থান করছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।