মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
মাগুরায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির সময় টহল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উজ্জ্বল শেখ (৩৭) নামে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলায় রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত উজ্জ্বল শেখ এলাকার চিহ্নিত ডাকাত সর্দার। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, চাপাতি ও করাত উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, রাত পৌনে ২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলের অংশ হিসেবে একদল পুলিশ মাগুরা-নড়াইল সড়কের বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় পৌঁছায়।
এ সময় ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গাছ সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা ১৯ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ ডাকাত সর্দার উজ্জ্বল শেখকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।