আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাসায় হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:১৫ এএম, ০৫ আগস্ট ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। হানিফ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমমোড় পৌঁছালে সেখান থেকে একটি অংশ পিটিআই রোডের দিকে অগ্রসর হয়। এর পরপরই হানিফের বাসায় হামলা চালানো হয়। হামলায় বাসার সামনে থাকা চেয়ার, টেবিল ও জানালার কাচ ভাঙচুর করা হয়। ভাঙচুর করে সামনের টং ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়ির দোতলা ও তৃতীয়তলার জানালা ক্ষতিগ্রস্ত হয়।

পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে গার্ডের রুম তছনছ করে বাইরে রাখা কিছু জিনিস ভাঙচুর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জহুরুল হক বলেন, ‘জামায়াত-শিবির ও বিএনপির লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ন্যক্কারজনক এ হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে হামলার খবর পেয়ে হানিফের বাসায় নেতাকর্মীরা ভিড় করেন। তারা হামলার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজনকে দায়ী করে বিচার চান।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন, কিছু উচ্ছৃঙ্খল লোক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি নাথ জানান, আন্দোলনকারীরা মাহবুবউল আলম হানিফের বাসায় হামলা ও ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আল-মামুন সাগর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।