লালমনিরহাটে আ’লীগ নেতাদের বাসা-প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ
লালমনিরহাটে এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাসা-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর আনন্দ মিছিল চলাকালে এসব ঘটনা ঘটে।
লালমনিরহাট-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের বাসা এবং যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসা ও তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি বিলাশের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের খামারবাড়িতে ভাঙচুর, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের অফিস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকদ হোসেন বাচুর বাসভবন ভাঙচুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের বাড়ি ভাঙচুর; পড্ডিমারী, সানিয়াজান ও ফকিরপাড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
অন্যদিকে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্পাদক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-অগ্নিসংযোগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রংধনু সমবায় সমিতির কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং জেলার বেশকিছু আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আমরা নিরাপদে আছি। বিক্ষিপ্তরা উপজেলা প্রশাসনের কিছু ভাঙচুর করেনি।
এসআর/এএসএম