নারায়ণগঞ্জে জিয়া হলের সামনে বসলো ব্যানার-ছবি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় জিয়া হলের সামনে পুনরায় ব্যানার ও ছবি বসানো হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে ব্যানার ও ছবি বসানো হয়।
এর আগে দুপুরের দিকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে সারাদেশের মতো নারায়ণগঞ্জবাসী বিজয় উল্লাসে মেতে ওঠেন। মাকছুদুল আলমের নেতৃত্বে একদল নেতাকর্মী শহরে আনন্দ মিছিল করেন। মিছিল শেষে তারা জিয়া হলের সামনে ‘শহীদ জিয়া হল’ সম্বলিত ব্যানার লাগান। একইসঙ্গে জিয়াউর রহমানের ছবি লাগানো হয়।
এ বিষয়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘আমরা পুনরায় জিয়া হলের নামকরণ করে ব্যানার লাগিয়েছি। সেইসঙ্গে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছি।’
এর আগে গত ৩ এপ্রিল দিনগত রাতে চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হলের ওপরে স্থাপিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। এ ঘটনার জন্য বিএনপির নেতারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে দায়ী করেছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস