স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে শরীয়তপুর সেজেছে নতুন রূপে


প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৯ এপ্রিল ২০১৬

শরীয়তপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমন উপলক্ষে জেলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

Comminity

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার শরীয়তপুর জেলায় কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সামাজিক সন্ধ্যা উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম শরীয়তপুরে আসবেন। সেই উপলক্ষে শরীয়তপুরকে নতুন রূপে সাজানো হয়েছে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সে জন্য তিন স্তরবিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো শহরকে।

Comminity

এ ব্যাপারে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি  একেএম শহীদুল হক বিপিএম পিপিএম শরীয়তপুরে আসবেন। সেজন্যই জেলাকে নতুন রূপে সাজানোর চেষ্টা করেছি এবং তিন স্তরবিশিষ্ট নিরাপত্তার বিধান করেছি। আশা করছি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

ছগির হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।