ঝালকাঠিতে কিশোর-কিশোরীদের বাল্য বিয়ে রোধের শপথ


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৯ এপ্রিল ২০১৬

ঝালকাঠিতে জেলা প্রসাশন ও মহিলা অধিদফতরের আয়োজনে কিশোর-কিশোরীদের সম্মেলনে বাল্য বিয়ে রোধে শপথ করিয়েছেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক মো. জিলাল উদ্দিন ও কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।

jhalakati-kisor-kisori

অতিথিদের আলোচনা শেষে অনুভূতি ব্যক্ত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মান ১ম বর্ষের ছাত্রী তাহমিনা আক্তার এবং ঝালকাঠি সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মো. রায়হান খান।

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা পাপিয়া সুলতানা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোর-কিশোরীদের বাল্য বিয়ে রোধ ও এর থেকে মুক্ত থাকার শপথ পাঠ করান এবং তাদের পার্শ্ববর্তি কোনো স্থানে বাল্য বিয়ে হলে তা বন্ধ করার পরামর্শ দেন তিনি। এতে উপস্থিত সুধী ও অতিথিবৃন্দ সম্মতি জানান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন। এরআগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যা লী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।

আতিকুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।