চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে গোলাম মোস্তফা-ফয়সাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১০ আগস্ট ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন হয়।

গোলাম মোস্তফা মন্টু ৯ বারের মতো সভাপতি হলেন। আর প্রথমবারের মতো দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর (২০২৪-২০২৬) এই কমিটি দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।

যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি। এতে তরুণরা সুযোগ পাবে। বাড়বে কাজের অগ্রগতি।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।