নোয়াখালী

লুট হওয়া অস্ত্র উদ্ধার, ব্যাংকে টাকা পৌঁছে দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১১ আগস্ট ২০২৪

নোয়াখালীর বসুরহাটে সোনালী ব্যাংকের সাতটি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার একটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বসুরহাট সোনালী ব্যাংকের সাতটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১০ কোটি ও চৌমুহনীর ব্যাংক এশিয়ার একটি শাখায় ২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও টহল দলের সহায়তায় তিন থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার, ব্যাংকে টাকা পৌঁছে দিলো সেনাবাহিনী

জেলার সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ। সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল আশরাফ আরও বলেন, নোয়াখালীর পুলিশ লাইনস, থানা এবং ট্রাফিক অফিস থেকে লুটকারীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানা বা সেনাক্যাম্পে জমা দেওয়ার জন্য শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এখনো বলা হচ্ছে, স্বেচ্ছায় অস্ত্র জমাদানকারীকে সাধারণ ক্ষমা করা হবে। তবে জমা না দিলে যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।