মাদারীপুরে এজেন্ট ব্যাংকে ভাঙচুর-টাকা লুট
হামলার পর ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যালয়
মাদারীপুর সদরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ আগস্ট) দিনগত গভীর রাতে উপজেলার দুধখালী ইউনিয়নের তালতলা এলাকায় এজেন্ড ব্যাংকিং কার্যালয় আরিবা ট্রেডার্সে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় দরজা-জানালা, চেয়ার-টেবিল, ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে থাকা তিন লাখ ৪১ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যান তারা। এ ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
আরিবা ট্রেডার্সের এজেন্ট ব্যাংক পরিচালনাকারী সায়েমা আক্তার বলেন, ‘রাতের আঁধারে দুই শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার কার্যালয় ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস