মাদারীপুরে সড়ক পরিষ্কারে শিক্ষার্থীরা
মাদারীপুর শহরের বিভিন্ন এলাকার সড়কগুলো পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) শহরের ডিসি ব্রিজ এলাকার ২ নং শকুনি এলাকা, লেকপাড়সহ বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতার কাজ করেন তারা।
এ কাজে মাদারীপুরের বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।
সড়ক পরিষ্কার করতে আসা জাহিদ, সুমন, ফাহিমসহ একাধিক শিক্ষার্থী বলেন, শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা জমা হয়ে আছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে মাদারীপুর শহর পরিষ্কারের কাজ করছি।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/