ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
তারা হলেন, নাজমুল করিম (৩৫) ও হিমেল (২৮)। নাজমুল বিকাশের ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নাজমুল করিম ও হিমেল সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ঘাটুরা নামক এলাকায় তাকে একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে নিহত হন এবং হিমেল গুরুতর আহত হন। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশুগঞ্জে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া বিকাশের পরিবেশক মেসার্স খান সন্সের চেয়ারম্যান মাইনুদ্দিন খান পাশা জানান, তারা দুজন সুহিলপুর ও খাঁটিহাতা মোড় এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থা ঢাকা নেওয়ার পথে মারা যান।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম