পুলিশ হেফাজতে নিজাম হাজারীর দেহরক্ষী পিএস মানিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১২ আগস্ট ২০২৪
ফরিদ মানিক ওরফে পিএস মানিক

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ফেনীর আলোচিত সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী ফরিদ মানিক ওরফে পিএস মানিক (৪২)। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।

ফরিদ মানিক ফেনী সদরের পাচগাছিয়ার মুখলেছুর রহমানের ছেলে। তিনি ফেনী জেলা যুবলীগের সহ-সম্পাদক পদে রয়েছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, পিএস মানিকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তাই তাকে ভারতে যেতে দেওয়া হয়নি। তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।