পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সম্প্রীতি সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:২১ এএম, ১৩ আগস্ট ২০২৪

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় শহরের সার্কিট হাউজ সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়।

এর আগে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. শহিদুল ইসলাম ফাহিম, মো. কামাল হোসেন, জেলা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম প্রমুখ।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ হয়।


আব্দুস সালাম আরিফ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।