দমকা বাতাসে টেকনাফে লন্ডভন্ড গাছপালা-বাড়িঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৭ আগস্ট ২০২৪

কক্সবাজারের টেকনাফে হঠাৎ বয়ে যাওয়া দুই মিনিটের দমকা বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা, বসতবাড়িসহ বৈদ্যুতিক খুঁটি।

শনিবার (১৭ আগস্ট) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটে ঘটনা।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম বলেন, ভোররাতে হঠাৎ দুই মিনিটের তীব্র গতির বাতাস ও শিলাবৃষ্টিতে গাছপালা ভেঙে বসতঘরে ওপর পড়ে। সেই সঙ্গে বৈদ্যুতিক খুঁটিসহ অনেকের ক্ষেত-খামার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা গাছ কেটে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। উপজেলার অন্য কোনো স্থানে এমন হয়নি বলে জানা গেছে।

তিনি আরও জানান, বাতাসে ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ বয়ে যাওয়া দমকা বাতাসে গাছপালা, মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করে যতটুকু সম্ভব সহায়তায় দেওয়ার ব্যবস্থা করা হবে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।