সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:১৭ এএম, ১৮ আগস্ট ২০২৪
ইমনোদ্দোজা আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জের একংশের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ইমনোদ্দোজা আহমেদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ আগস্ট) রাতে পৌর শহরের প্রিয়াঙ্গণ মার্কেট এলাকায় হামলার শিকার হন ইমনোদ্দোজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের পিয়াঙ্গন মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে ইমনোদ্দোজাসহ আরও দুজন শিক্ষার্থী দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ৭-৮ জন এসে একটি ছেলেকে বেধড়ক মারধর করে।

আহত ইমনোদ্দোজা জানান, নাস্তা শেষে আমরা দুজন সহকর্মী রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ ৭ থেকে ৮ জন ছেলে এসে আমাকে বেধড়ক মারধর করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, আমাদের কাছে আহত শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এসেছেন। অভিযোগ জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

লিপসন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।