ধীরে কমছে মনুর পানি, বিপৎসীমার নিচে ধলাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৩ আগস্ট ২০২৪

ভারতে বৃষ্টি না হওয়ায় উজান থেকে নেমে আসা পানি প্রবাহ কমেছে। এতে ধলাই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কমতে শুরু করেছে মনু নদীর পানি প্রবাহ।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এসব তথ্য।

আকষ্মিক বন্যায় হঠাৎ করে ডুবে যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বহু ঘরবাড়ি, তলিয়ে যায় আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়ক এবং শিক্ষাপ্রতিষ্ঠান। এতে কমপক্ষে আড়াই লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

মনু, ধলাই ও জুড়ী নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। ৪টি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্লাবিত হয় নতুন নতুন এলাকা। দুর্ভোগে পড়েন বহু মানুষ।

ধীরে কমছে মনুর পানি, বিপৎসীমার নিচে ধলাই

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, শুক্রবার সকাল ৯টার দিকে জেলার মনু নদী (রেলওয়ে ব্রিজ) বিপৎসীমার ২৯ সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় ১১৫ সেন্টিমিটার, জুড়ী নদীতে বিপৎসীমার ১৯৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ৮১ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ধলাই নদীতে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হওয়ায় মনু নদীর পানিও কমতে শুরু করেছে। বিকেলের মধ্যে মনু নদীর পানি আরও কমবে।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।