সোনারগাঁয়ে শেখ হাসিনা-কাদেরসহ ২৭৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৩ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শফিক মিয়া (২৮) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৫৬ জনের নামে ও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে নিহতের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন।

মামলার এজাহারে আবু হানিফ অভিযোগ করেন, ৪ আগস্ট তার চাচাতো ভাই শফিক মিয়া শেরপুর থেকে তার কাঁচপুরে সেনপাড়ার বাসায় বেড়াতে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী-যুবলীগের নেতাকর্মীরা কাঁচপুরে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র, দেশীয় লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে তার চাচাতো ভাই সিনহা গার্মেন্টসের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।