বান্দরবানে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০২ মে ২০১৬

বান্দরবানে বন্যহাতির আক্রমণে আয়েশা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে টংকাবতী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে শফিকুর রহমান পাড়ায় একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে কয়েকটি কাঁচা বাড়িঘর গুড়িয়ে দেয়। নষ্ট করে ফসলি জমি। এসময় স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী আয়েশাকে বন্যহাতি আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্লাকুন মুরুং বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই এলাকায় বন্যহাতি এসে ফসল নষ্ট করেছে।

সৈকত দাশ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।