শেরপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীর জরিমানা


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৩ মে ২০১৬

শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে শেরপুর কালেক্টরেটের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক অভিষেক দাশ এ অর্থদণ্ড দেন।

উক্ত প্রার্থীরা হলেন, সদর উপজেলার রৌহা ইউপির আওয়ামী লীগ প্রার্থী মো. সাইফুজ্জামান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মিজু।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার চরপাড়া ও আমতলি বাজারে তোরণ নির্মাণ করে তার উপর নৌকা প্রতীক প্রদর্শন করছিলেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক অভিষেক দাশ তাকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং তোরণ অপসারণের নির্দেশ দেন। পরে সাইফুজ্জামানের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসমত আলী জরিমানার টাকা পরিশোধ করেন।

অপরদিকে একই রাতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার রৌহা ইউনিয়নের ব্যাপারিপাড়া এলাকায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা কেন্দ্রে আনারস প্রতীকে আলোকসজ্জা করায় শফিকুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন। পরে প্রার্থী নিজেই জরিমানার টাকা পরিশোধ করেন।

হাকিম বাবুল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।