পাটুরিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুইজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রথমে কুদ্দুস প্রামাণিক ও বিকেলে রহিজ প্রামাণিকের মরদেহ ভেসে উঠলে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে। তাদের দুইজনের বাড়ি পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামে।
জানা যায়, রোববার সন্ধ্যায় ইঞ্জিনচালিত একটি নৌকা বালুবোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে নৌকাটি ঝড়ের কবলে পড়ে। পাটুরিয়ার ৩নং ঘাটে ভেড়ানোর চেষ্টা করলে প্লাটুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এসময় আট আরোহীর মধ্যে ছয়জনকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়ে যায় দুইজন।
পরে তাদের উদ্ধারে সোমবার দিনভর চেষ্টা চালায় দমকল বাহিনীর ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ আলম জানান, মরদেহ দুইটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বি.এম খোরশেদ/এআরএ/এবিএস