ব্রাহ্মণবাড়িয়া

চিকিৎসা নিতে এসে হাসপাতালে জরুরি বিভাগে দুই পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে জরুরি বিভাগে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার গজারিয়া গ্রামের আনোয়ারের ছেলে দ্বীন ইসলামের স্ত্রী পারিবারিক কলহের জেরে ছয়জনের নাম উল্লেখ্য করে যৌতুকের মামলা করেন। একই মামলায় মৃত শহীদ ভূইয়ার ছেলে মনির ও মনসুরকে আসামি করা হয়। মনির আনোয়ারের বোন জামাই হয়েও কেন মামলার বিষয়টি মনিরের কাছে গোপন রাখে তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। রাতে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দুইপক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে৷

সংঘর্ষে আহতদের মধ্যে আনোয়ার (৫০), রাহিম (১৮), দ্বীন ইসলাম (২৪), শাকিল (২২), ময়না (৪০), ইসমাইল (১৫), মনির (৪৪), ইয়াসিন (২১) ও মনসুর (৩৫) নাম জানা গেছে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ রহমত উল্লাহ্ জানান, চিকিৎসা নিতে আসা দুই পক্ষের লোকজন জরুরি বিভাগের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমিসহ হাসপাতালের রোগী ও স্টাফরা আতংকিত হয়ে পড়ি। দীর্ঘক্ষণ চিকিৎসা সেবা ব্যাহত হয়। পরে পুলিশ পরিবেশ শান্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু'পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে৷

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।