চুয়াডাঙ্গায় অজ্ঞাত যুবককে শ্বাসরোধে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নিহালপুর ভিটাখোলা মাঠের রাস্তার পাশে অজ্ঞাত যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১টার দিকে নিহালপুর ভিটাখোলা মাঠে কৃষকরা কাজ করার সময় অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায়। পরে তারা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান খান জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে অপহরণ করে নিয়ে এখানে এনে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের পরনে কমলা রঙের লুঙ্গি ও কমলা চেক শার্ট এবং গলায় একটি তাবিজ রয়েছে।
সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি