নলছিটির ১০ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ মে ২০১৬

ঝালকাঠির নলছিটি উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। শপথ গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানদের অনুভূতি ব্যক্ত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক মো. জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। এসময় প্রতিটি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।