কুড়িগ্রামে আড়াই মণ গাজা জব্দ : আটক ২


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ মে ২০১৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে অভিযান চালিয়ে ২ মণ ৩৫ কেজি গাজা জব্দ করেছে পুলিশ। এসময় গাজা ব্যবসার সঙ্গে জড়িত মজনু মিয়া (৫৫) ও গোলজার হোসেনকে (৫০) আটক করা হয়।

বুধবার উদ্ধার হওয়া এ গাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক মজনু মিয়া খেদাবাগ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও গোলজার হোসেন একই গ্রামের আজিমুদ্দিনের ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ ভারত থেকে আনা অবৈধ মাদকদ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারি পুলিশ মাসুদ আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার ভোরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পুরাণ ছিনাই বাজার মোড় থেকে ৯ বস্তা গাজাসহ মজনু মিয়া ও গোলজার হোসেনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা অপর তিন/চার জন সঙ্গী পালিয়ে যায়।

ঘটনার দিন ৯টি বস্তায় ২ মণ ৩৫ কেজি গাজা একটি পিকআপ ভ্যানযোগে পাচারের উদ্দেশ্যে রংপুর-কুড়িগ্রাম সড়কের পুরাণ ছিনাই মোড়ে সমবেত হয়।

নাজমুল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।