পিরোজপুরে মুসলিম শাসনামলের মুদ্রা উদ্ধার
পিরোজপুরের জিয়ানগরে এক পুরনো জমিদার বাড়ি খননকালে মুসলিম শাসনামলের ছয়টি ধাতব মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলো খনন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারার খবর পেয়ে উদ্ধার করেছে পুলিশ। মুদ্রাগুলো দস্তা ও রুপা মিশ্রিত। এর উভয় পিঠে ফারসি ভাষায় লেখা রয়েছে।
জানা গেছে, জিয়ানগরের সাঈদখালী গ্রামে অ্যাড. হুমায়ুন খানের পৈতৃক পুরনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য চার শ্রমিক গত ১ মে মাটি খনন করছিল।
শ্রমিক সবুজ (১৫) জানান, খননকালে তারা ঢাকনাযুক্ত একটি মাটিরপাত্র দেখতে পান। তখন অন্য শ্রমিক রমিজ উদ্দিন পাত্রটি খুলে ভেতর থেকে রৌপ্য মুদ্রা জাতীয় ছয়/সাতটি মুদ্রা বের করেন। এরপর তিনি আর মুদ্রা বের না করে পাত্রটি নিয়ে দৌঁড়ে বাড়ি চলে যান। সবুজের দাবি ওই পাত্রে আরো মুদ্রা ছিল।
পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার জিয়ানগর থানার এসআই কামরুল ইসলাম শ্রমিক রমিজের বাড়ি থেকে পাঁচটি মুদ্রা উদ্ধার করেন। পরে রমিজের কাছ থেকে নেয়া আরো একটি মুদ্রা জিয়ানগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিকেলে থানায় জমা দেন।
একেএম নিজামুল হক ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে পাঠানো হবে। ওই জমি থেকে আরো মুদ্রা উদ্ধারের আশায় তিনি প্রশাসনের উপস্থিতি ছাড়া খনন কাজ স্থগিত রাখার জন্য জমির মালিককে নির্দেশ দেন।
হাসান মামুন/এআরএ/এবিএস