বকশীগঞ্জে আ.লীগ প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৫ মে ২০১৬

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে হামলা, মামলা, প্রচার কেন্দ্র ভাঙচুর ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানুয়া কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. হাসান যুবায়ের হিটলার এ ঘোষণা দেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, প্রতিপক্ষ স্থানীয় একজন যুদ্ধাপরাধীর সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের পক্ষে স্থানীয় প্রশাসন উঠে পড়ে লেগেছে। গত ৩ মে মোস্তফা কামালের ভাড়াটিয়া সন্ত্রাসীরা নেতাকর্মীদের উপর হামলা, কেন্দ্র ভাঙচুর করে। এ ঘটনায় উল্টো মোস্তফা কামালের পক্ষে পুলিশ মামলা নিয়ে নৌকার কর্মীদের হয়রানি করছে।

পুলিশি হয়রানির ভয়ে তার কর্মীরা বর্তমানে এলাকা ছাড়া। এ অবস্থায় ৭ মে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।

শুভ্র মেহেদী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।