হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০৬ মে ২০১৬

হবিগঞ্জের ৩টি উপজেলায় ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১৭১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া মাধবপুর ও লাখাই উপজেলায় কারও মনোনয়ন বাতিল হয়নি। এ ৩টি উপজেলায় ৩০টি ইউনিয়নে মোট ১৭২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চেরাগ আলী ব্যাংক স্টেটম্যান্ট ও ফরমে স্বাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।