সাতক্ষীরায় ইসকন মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
সাতক্ষীরার আশাশুনিতে শ্যামসুন্দর ইসকন মন্দিরের পুরোহিত পঙ্কজ সরকারকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার শালখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পঙ্কজ সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, পঙ্কজ সরকারের শ্যালিকার বিয়ে দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। রাতে মন্দিরের পাশে ঘেরের বাসায় ঘুমন্ত অবস্থায় দেবহাটার জিয়াউর রহমান জিয়া ও অপর একজন তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এসএস/পিআর