বান্দরবানে একই পরিবারের ৫ জন দগ্ধ


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৬ মে ২০১৬

বান্দরবানের লালব্রিজ এলাকায় একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের নাম পরিচয় জানাতে পারিনি পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুপি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কুপি থেকে শোয়ার বেডে আগুন ধরে। এসময় ঘুমিয়ে থাকা পাঁচজনের শরীরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈকত দাশ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।