নাটোরে নির্বাচন কর্মকর্তাসহ ৬ জনকে হত্যার হুমকি
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ ব্যক্তিকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। শুক্রবার জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ জনকে মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়।
এঘটনায় রাত ৯টার দিকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা নাটোর সদর ও সিংড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। নির্বাচন চলাকালে এই হুমকি দেয়া হলো। শনিবার (আজ) জেলার নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম জানান, শুক্রবার একটি নম্বর থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে বিপ্লব নামের এক ব্যক্তি ফোন দেয়। এসময় ফোনে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করে সে।
এসময় ওই নেতা মোবাইল ফোনে নির্বাচন কর্মকর্তাকে জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিছু লোক অসুস্থ, তাদের সুস্থ করতে হলে ৩০ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যে ২৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে, বাকি টাকা সংগ্রহ হয়নি। এজন্য আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, না দিলে হাত-পা কেটে হত্যা করা হবে।
আরও যাদের হুমকি দেয়া হয়েছে তারা হলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সোহরাব হোসেন, আলতাফ হোসেন এবং আব্দুল মজিদ।
হুমকির বিষয়ে সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জনান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে একটি বাংলালিংক নম্বর থেকে তাকে ফোন দেয়া হয়। পরে বিভিন্ন কৌশলে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দিলে হাত-পা কেটে নেয়ার হুমকি দেয়া হয়।
নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান আরও জানান, হুমকির বিষয়ে মোটেও বিচলিত নই, দুর্বৃত্তরা অভিনব কায়দায় চাঁদাবাজি করছে। এবিষয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জেলা নির্বাচন কর্মকর্তা লিখিতভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার মুখার্জি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী ভয় দেখানোর জন্য এই কাজ করে থাকতে পারে।
রেজাউল করিম রেজা/বিএ/এমএস