টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে যমুনা সেতু মহাসড়কের আশোপুর বাইপাস এলাকায় বাস এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নান্নু খান জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি চাপা দেয়।
এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও চালক ও সহকারী পলাতক।
আরএইচ/এএসএম