মানিকগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকদের মারধর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি ভাঙচুর করেছে বিজয়ী প্রার্থীর লোকজন। এস ময় চারজনকে মারধরও করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবারের নির্বাচনে ধানকোড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রউফ চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাজাহান আলী সাজু।
সকালে বিজয়ী প্রার্থীর ছেলের নেতৃত্বে ২০/২৫ জন প্রথমে ধানকোড়া বাজারে আরিফুল ইসলাম নামে একজনকে মারধর করে। এরপর জমিদার বাড়ি এলাকায় সাজুর সমর্থক জাহিদুর রহমানকে মারধর করাসহ তার মুদি দোকান ভাঙচুর করে। একই সময় গোবিন্দ ও প্রেম কুমার নামে আরো দু`জনকে মারধরসহ ৬/৭ টি বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছান।
সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জাগো নিউজকে জানান, দুই প্রার্থীর লোকজন মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিলে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘর-বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করলেও একটি দোকান ভাঙচুর হয়েছে বলে স্বীকার করেন তিনি।
বি.এম খোরশেদ/এসএস/এমএস