কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

পর্যটন নগরীর সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। ১৯৬২ সালে যাত্রা করা কলেজটির লোগোতে ফের পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠাকালীন লোগোতে সমুদ্রের ঢেউয়ের ওপর জ্বলন্ত মোমবাতি ছিল। ২০১৮ সালের দিকে সেই মোমবাতি সরিয়ে সেখানে দুটি পাল তোলা নৌকা বসানো হয়।

দরিয়ানগরের কলেজ হিসেবে সাগরে ভাসমান নৌকা লাগানো হয় বলে তখন প্রচার করা হয়েছিল। এখন সেই লোগোর মাঝখান থেকে নৌকা দুটি সরানো হয়েছে। এর পরিবর্তে যুক্ত করা হয়েছে ‘সূর্য’। এর নিচে থাকা বই ঠিক রেখে বইয়ের ওপর যুক্ত করা হয়েছে কলম।

মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজ লোগোতে দুটি জ্বলন্ত মোমবাতি ছিল মাঝখানে। ২০১৮ সালে সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিল বলে উল্লেখ করেন তিনি।

কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণে উল্লেখ রয়েছে: প্রথমত, ২১টি তারা মানে একুশে ফেব্রুয়ারি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়। দ্বিতীয়ত, এরপর কলেজের নাম কক্সবাজার সরকারি কলেজ। তৃতীয়ত, পবিত্র কোরআনের সুরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ-আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)। চতুর্থত-বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)। পঞ্চমত, উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)। ষষ্ঠত, সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।